Zilla Porishad
Zilla Porishad Park
Location
পাহাড়ী সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে ৩ কি.মি দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হ্যারিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত।
Transportation
খাগড়াছড়ি শহর থেকে রিকসায় বা ইজি বাইকে সহজেই যাওয়া যায়।
Details
জেলা শহরের জিরোমাইল এলাকায় ২২ একর পাহাড় জুড়ে নির্মাণ করা হয়েছে এই হর্টিকালচার হ্যারিটেজ পার্ক। এই পার্কে রয়েছে অসাধারণ সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ এবং বড় একটি লেক। হর্টিকালচার পার্ক এর ভিতরের পরিবেশ বেশ মনোরম। পার্কের পশ্চিম পাশ থেকে খাগড়াছড়ি শহরের ভিউটা অসাধারণ। এছাড়াও পার্কের ভিতরে রয়েছে দোলনা, ওয়াচ টাওয়ার, ফুলের বাগান ও বিভিন্ন প্রজাতির ফল গাছ।
No comments